টাঙ্গাইলের গোপালপুরে ৫শত টাকার ৬০টি জাল নোটসহ শাজাহান (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার খানপাড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার চানপুর গ্রামের সাহাবুদ্দিনের ছেলে।
ওসি মোশাররফ হোসেন জানান, জাল টাকা ক্রয়বিক্রয়ের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫শত টাকার ৬০টি জালনোট সহ শাজাহানকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা দায়ের করে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। জাল টাকার ব্যবসার সাথে জড়িত মূলহোতাসহ সকলকে খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।