মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন

ই-পেপার

পপুলার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ৫:০৮ অপরাহ্ণ

ক্রাইম রিপোর্টার, এম এস শবনম শাহীন:

দেশের স্বাস্থ্য খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আখতার মারা গেছেন। দুই সপ্তাহ আগে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল তার, তবে মৃত্যুর সময় তিনি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। বুধবার বিকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহেরা আখতার মারা যান বলে ওই হাসপাতালের ডিউটি ম্যানেজার (অপারেশন্স) ফরহাদ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, “তাহেরা আখতার আমাদের এখানে হার্টের সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। এখানে আসার আগে উনি কোভিড-১৯ আক্রান্ত ছিলেন। পরে সেরে উঠেছিলেন। উনার কয়েকবার এ রকম হয়েছে।

 

পজিটিভ থেকে নেগেটিভ হয়েছেন, আবার পজিটিভ হয়েছেন। আজ আমরা উনার নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছি।” তাহেরা আখতারের স্বামী ডা. মোস্তাফিজুর রহমান পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এই গ্রুপের অধীনে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পপুলার মেডিকেল কলেজ ও পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত হচ্ছে। তাহেরা ও মোস্তাফিজ দুজনেরই বাড়ি বগুড়ায়। তাদের বাসা ঢাকার বনানীতে। পপুলার ডায়াগনস্টিক সেন্টার বগুড়া শাখার জনসংযোগ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া বলেন, প্রায় ১৪ দিন আগে তাহেরা আখতারের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। তখন থেকে ধানমণ্ডিতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

 

এরমধ্যে হৃদযন্ত্রের সমস্যা দেখা দেওয়ায় এনজিওগ্রাম করানোর জন্য মঙ্গলবার তাকে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থা খারাপ হলে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। “আজ বিকাল ৫টা ৪০ মিনিটে মারা যান।” পপুলার গ্রুপের মানবসম্পদ বিভাগের ম্যানেজার অচিন্ত্য কুমার বিশ্বাস বলেন, “উনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।” বৃহস্পতিবার বাদ যোহর ধানমণ্ডির সাত গম্বুজ মসজিদে তাহেরা আখতারের জানাজা হবে বলে গোলাম কিবরিয়া জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর