বরিশালের আগৈলঝাড়ায় পুলিশী অভিযানে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ি গ্রেফতার। পুলিশের মামলা দায়ের।থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার আস্কর কালিবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গাঁজা কেনা বেচার খবর পেয়ে বুধবার রাত সাড়ে নয়টার দিকে এসআই আলী হোসেন থানার অন্যান্য অফিসার ও সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালায়।
অভিযানে উপজেলার চক্রিবাড়ি গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে ফয়সাল হাওলাদার (৩০), একই গ্রামের রুস্তুম হাওলাদারের ছেলে রাজু হাওলাদার (৩০), বারপাইকা গ্রামের ইব্রাহিম ফকিরের ছেলে শাহীন ফকির (২৫) ও গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের জামাল সরদারের ছেলে রাজু সরদারকে (২৭) গাঁজাসহ গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে এসআই মো. আলী হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন, নং-১২(১৭.৬.২১)।গ্রেফতারকৃত চার মাদক ব্যবসায়িকে বৃহস্পতিবার সকালে আদারতে প্রেরণ করেছে পুলিশ।
#চলনবিলের আলো / আপন