সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। আলহাজ্ব কুনু মিয়াকে আহবায়ক ও মো. হুমায়ুন কবীর চৌধুরীকে যুগ্ম আহবাক এবং মো. উসমান আলী চেয়ারম্যানকে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট এ নতুন আহবায়ক কমিটি অনুমোদন করা হয়। জাতীয় পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমদ বাবলু কমিটি অনুমোদন দেন।
আহবায়ক কমিটির সদস্য হিসেবে অন্যদের মধ্যে রয়েছেন, দলের প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এটিইউ তাজ রহমান, সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. আতিকুর রহমান আতিক, উপদেষ্টা চেয়াম্যান এডভোকেট গিয়াস উদ্দিন, আব্দুল্লাহ সিদ্দিকী, মকসুদ ইবনে আজিজ লামা ও সেলিম উদ্দিন, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমদ ও ইয়াহিয়া চৌধুরী এহিয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সাইফ উদ্দিন খালেদ, কেন্দ্রীয় সদস্য আব্দুর নূর, এম. জাকির হোসেইন ও মুজিবুর রহমান মুজিব, ইসরাকুল ইসলাম শামীম, আহসান হাবীব মঈন, বশির আহমদ, ফখরুল ইসলাম সুহেল, এম ইকবাল হোসেন, দৌলা মিয়া প্রমুখ।
#চলনবিলের আলো / আপন