প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও ১৪ দলের সম্বনয়ক জাতীয় নেতা মোহাম্মাদ নাসিমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩জুন) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
অন্যান্যদের মধ্যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, জেলা পরিষদের সদস্য হোসনেআরা পারভীন লাভলী, অধ্যাপক মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ সাবেক যুগ্নসম্পাদক শ্রী রজত ঘোষ, চেয়ারম্যান প্রভাষক এম আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ ।
আলোচনা সভা শেষে মোহাম্মাদ নাসিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ আব্দুল হাদি।
#চলনবিলের আলো / আপন