বরিশালের আগৈলঝাড়ায় গাঁজাসহ একজনকে গ্রেফতার করে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ শনিবার রাতে উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম এলাকা থেকে ওই গ্রামের মৃত শামসুল হক হাওলাদারের ছেলে বাবুল হাওলাদারকে (৩৯) গাঁজাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত বাবুলের বিরুদ্ধে এসআই জসীম উদ্দিন বাদী হয়ে শনিবার রাতেই মামলা দায়ের করেছেন, নং-৮(১২.৬.২১)। রবিবার সকালে গ্রেফতারকৃত বাবুলকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন