আজ ১২ জুন (শনিবার) সকালে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সোহাগপুর কলেজ হাট (কাঠ পট্টি) প্রাঙ্গনে বাংলাদেশের ২৩ টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প((GOB-IDB) এর আওতায় এই কাজের উদ্বোধন করা হয়। গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও ওভার ট্যাংক স্থাপন কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ -৫ (বেলকুচি -চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
বেলকুচি পৌরসভার পৌর মেয়র সাজ্জাদূল হক রেজার সভাপতিত্বে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী ওয়ালী উল্লাহ্, প্রকল্প পরিচালক প্রকৌশলী ওয়াজেদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) সিদ্দিক আহমদ, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, সিরাজগঞ্জ জেলা আ’লীগের সহ- সভাপতি ইসাহাক আলী তালুকদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদূর রহমান উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন