সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজার সদর উপজেলা জাসাস এর পরিচিতি সভা, জাসাস বিএনপি গোলাপ ফুল বললেন প্রধান অতিথি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের নির্বাহী মহাসচিব নির্বাচিত হলেন আনোয়ার হোসেন মানিকগঞ্জ ১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মোটরসাইকেল শোডাউন নাটোর ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন নাটোর রেড টিম আটোয়ারীতে ‘মানিকপীর সোনালী কিন্ডার গার্টেন’-এর কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ বিতরণ আলীকদমে মাতামুুহুরী নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যু ভৈরব নদীতে নৌকা বাইচে উৎসবের জোয়ার, দর্শনার্থীর ঢল সাপাহারে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স জনবীমী’র পিঠা ও আনন্দ উৎসব 

অভয়নগরে মাদকের ছড়াছড়ি সন্ধ্যা হলেই বাড়ে বিক্রি-সেবন

অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১, ২:৩২ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামে বিক্রি হচ্ছে মাদক ৷ মাদকের নীল ছোঁবলে ধ্বংস হচ্ছে তরুণ ও যুব সমাজ ৷ মাদক ব্যবহারকারী ও বিক্রয়কারীর সংখ্যা দিন দিন বৃৃৃৃদ্ধি পাওয়ায় বাড়ছে নানা মাত্রার অপরাধ ৷ যুবক -যুবতী থেকে শুরু করে কিশোর-কিশোরীরা ও মাদকাসক্ত হয়ে ভয়ংকর অপরাধে জড়িয়ে পড়ছে ৷ মাদকের অর্থ সংগ্রহ করতে গিয়ে চুরি , ছিনতাইসহ নানান অপরাধে জড়িয়ে পড়ছে কিশোর যুবকেরা ৷ এখানে মাদকের সহজলভ্যতায় অধিক হারে বিপদগামী হচ্ছে উঠতি বয়সের কিশোররা ৷ অত্যাধুনিক যোগাযোগ মাধ্যমের কারনে অতি সহজে হাতের নাগালে পেয়ে যাচ্ছে মাদক ৷ ফলে উপজেলার সর্বত্র ইয়াবা ,গাঁজা , ফেন্সিডিলের ব্যবসা জম-জমাট হয়ে উঠেছে ৷ স্থানীয় ব্যক্তিরা জানান , সহজলভ্য হওয়ায় কিশোর-তরুণরা এ মরণ নেশায় ঝুঁকে পড়ছে ৷ প্রশাসন সংশ্লিষ্টদের তেমন কোন তৎপরতা না থাকায় এ উপজেলার গ্রামে গ্রামে ও শহরের অলিতে গলিতে ইয়াবা ,গাঁজা , ফেন্সিডিলের জম-জমাট ব্যবসা চলছে ফলে সেবনকারীর সংখ্যা ও আশংকাজনক হারে বাড়ছে ৷ তথ্যানুসন্ধানে জানাগেছে , প্রতিদিন সকাল থেকে রাত এগারোটা-বারোটা পর্যন্ত মাদক ব্যবসায়ীরা গ্রামের রাস্তায় ও শহরের চিপাচাপা অলিতে গলিতে হেঁটে হেঁটে ইয়াবা ,ফেন্সিডিল বিক্রি করে ৷ প্যান্ট বা শার্টের পকেটের ভিতর রেখে মুঠোফোনে যোগাযোগ করে তা বিক্রি করে ৷ বর্তমানে বেশির ভাগ অল্প বয়সী নারীরা ও এই মাদক ব্যবসায়ীর সাথে জড়িত হয়ে পড়েছে , যাতে কোনমতে পুলিশ -প্রশাসন তাদেরকে সন্দেহের তালিকায় না ফেলতে পারে ৷ তাছাড়া মাদক সেবনকারীদের কাছ থেকে ওইসব নারী মাদক ব্যবসায়ীরা মাসি, খালা ,ভাবী আপা নামে খ্যাতি অর্জন করেছে ৷ উপজেলার প্রেমবাগ , চেঙ্গুটিয়া , ভাঙ্গাগেট , সর্দার মিল, নওয়াপাড়া ৪ নং ওয়ার্ডের কলোনীপাড়া , ড্রাইভারপাড়া , নূরবাগ , রানা ভাটার দেবুর চাতালে , প্রফেসরপাড়া , বুইকরা হাসপাতালের পাশে ,তালতলা ,রাজঘাট অপরদিকে ( ভৈরব নদ) ব্রিজ পার হয়ে দেয়াপাড়া ,রাঙার হাট ,শংকরপাশা, পাঁচুড়িয়া , বুনোরামনগর হিদিয়াসহ বিভিন্ন গ্রাম্য-শহরে বিক্রি হচ্ছে মাদক ৷ এলাকাবাসী জানান, সন্ধ্যা হলেই মোটর সাইকেলের আনাগোনা বেড়ে যায় ৷ বাড়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ও ৷ ৪-৫ টি মোটর সাইকেল এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে ,এভাবেই মাদকের বেঁচাকেনা হয় ৷ সচেতণ ও বিজ্ঞ মহলের অভিমত ব্যক্ত করেন , মাদকের সহজলভ্যতা ও প্রশাসনের তেমন কোন তৎপরতাা না থাকায় এ উপজেলার গ্রামে গ্রামে , শহর-বন্দরে চলছে মাদকের জমজমাট ব্যবসা ৷ এ কারনে সেবনকারীর সংখ্যা যেমন বাড়ছে অন্যদিকে অপরাধ ও নৈতিক অবক্ষয় ও বেড়ে চলেছে ৷ এখান থেকে উত্তরণ হতে না পারলে ভবিষ্যত প্রজন্ম ধ্বংসের দিকে ধাবিত হবে বলে -এতে কোন সন্দেহ নেই ৷

এবিষয়ে অভয়নগর থানার ওসি শামীম হাসান বলেন,আমি নতুন থানায় যোগদান করেছি দ্রত মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর