শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় স্বাস্থ্যকর্মীর হাতে শ্লীলতাহানীর শিকার কলেজ ছাত্রী ; চব্বিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে চার্জশীট দিতে অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশ

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১, ৪:৩০ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় মঙ্গলবার সকালে এক স্বাস্থ্য সহকারী কর্তৃক কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনায় স্থানীয়রা ওই স্বাস্থ্য কর্মীকে মারধর করে আটকে রাখলে পুলিশ গিয়ে অবরুদ্ধতা থেকে স্বাস্থ্য কর্মীকে উদ্ধার করেছে।

শ্লীলতাহানীর শিকার বাবা বাদী হয়ে স্বাস্থ্য সহকারী আরিফ মোল্লার বিরুদ্ধে মামলা করলে পুলিশ ওই মামলায় আরিফ মোল্লাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে। ভিক্টিমের বক্তব্য শুনে থানা পুলিশকে চব্বিশ ঘন্টার মধ্যে চার্জশীট দাখিলের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন।

থানায় দায়ের করা এজাহারের বরাত দিয়ে থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে কর্মরত স্বাস্থ্য সহকারী মো. আরিফ মোল্লা মঙ্গলবার সকালে শিশুদের ভিটামিন এ-প্লাস খাওয়ানোর জন্য পশ্চিম রাজিহার কেন্দ্রে যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি নামলে পশ্চিম রাজিহার রাস্তার পাশে নলিনী মন্ডলের ঘরে দৌড়ে আশ্রয় নেয় আরিফ মোল্লা। এসময় নলিনী রঞ্জনের কলেজ পড়ুয়া মেয়েকে ঘরে একা পেয়ে তার শ্লীলতাহানী ঘটায় আরিফ। ছাত্রীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে আরিফকে মারধর করে অবরুদ্ধ করে রাখে।

খরব পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ আরিফ মোল্লাকে উদ্ধর করে। এসময় শ্লীলতাহানীর শিকার ছাত্রী ও তার বাবা মা’সহ থানায় নিয়ে আসে। অভিযুক্ত স্বাস্থ্য সহকারী আরিফ মোল্লা উপজেলার রাজিহার ইউনিয়নের বসুন্ডা গ্রামের মৃত লেহাজ উদ্দিন মোল্লার ছেলে।
থানায় বসে শ্লীলতাহানীর শিকার ওই ছাত্রীর বক্তব্য শোনেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন (প্রশাসন)। এ সময় তিনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মামলায় চার্জশীট দাখিলে জন্য ওসি গোলাম ছরোয়ারকে নির্দেশনা প্রদান করেন।

এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে আরিফ মোল্লাকে আসামী করে মামলা দায়ের করেন, নং-৫(৮.৬.২১)। ওই মামলায় মঙ্গলবার দুপুরে অভিযুক্ত আরিফ মোল্লাকে গ্রেফতার দেখিয়ে পুলিশ প্রহরায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এ ব্যাপারে উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএএফপিও) ডা. বখতিয়ার আল মামুন বলেন, বিষয়টি জেলা সিভিল সার্জনকে অবহিত করা হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনার তদন্ত করে পরবর্তি ব্যবস্থা গ্রহন করবেন বলেও জানান তিনি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর