কোথায় থেকে মৌমাছি এসে
বসছে গাছের ডালে,
আনন্দ নিয়ে খুশি হয়ে
আজ সব গেছে ভুলে।
উঠে আসে জুড়ে বসে
গাছের ডালে দোলে,
পাশ দিয়ে গেলে সেতো
কামুড় দেয় গায়ে।
উঠে বাজ ছো দিয়ে গেছে
আল ফোটায় গায়ে,
কত জন লোক মারা গেছে
মৌমাছির ও বিষে।
নিত্য দিনে ঘটে এখন
ফোটায় গায়ে আল,
সারা পাড়ার মানুষ গুলো
হয়েছে নাজেহাল।
শিশু কাঁদে শিশোর কাঁদে
কাঁদে কতো মা,
মৌমাছির বিষের যন্ত্রণা হায়
কাঁদে কতো বাবা।
সবার হাতে মশাল জ্বেলে
আজ হয়ে যাও এক,
ভেঙে দাও মৌমাছির ডালা
পালাবে কোথায় আজ।
আমার গাছের ডালে বসে
মধু সংগ্রহ করে ফুলে,
সার গায়ে ফুল বাগিচা
কেউ রেখো না খুলে।
#চলনবিলের আলো / আপন