সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রোববার বিকেলে বজ্রপাতে আলাদা ভাবে ২ জায়গায় ২ জন নিহত হয়েছে । বিকেল পাচটার দিকে বজ্রপাতে স্কুল ছাত্র ফরিদুল ইসলাম (১৬) মারা গেছে । উপজেলার উধুনিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য ( মেম্বর) মোঃ আব্দুল কুদ্দুস তথ্য নিশ্চিত করে জানান, তার ওয়ার্ডের আগ দীঘলগ্রামের শাহেদ মিয়ার ছেলে বজ্রপাতে নিহত ফরিদুল ইসলাম উধুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। সে বাড়ীর পাশে মাঠে কাজ করা কালে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে সলঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য ( মেম্বর) মোঃ শাহ আলম তথ্য নিশ্চিত করে জানান তার নিজ আঙ্গারু গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৫) বিকেলে বজ্রপাতে নিহত হয়েছে । সে বাড়ীর পাশের ধরাইল বিলে হাঁস আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু ঘটে।
#চলনবিলের আলো / আপন