শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

ই-পেপার

আত্রাই হিরোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জসিম উদ্দিন জনি, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃর
আপডেট সময়: রবিবার, ৬ জুন, ২০২১, ৭:০১ অপরাহ্ণ

আত্রাই থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চালিয়ে হিরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদের সার্বিক নির্দেশনায় এ এস আই মোঃ মকুল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৫নং বিশা ইউপির ইসলামপুর গ্রামের প্রাইমারী স্কুল সংলগ্ন এলাকা থেকে সমসপাড়া পূর্বপাড়া গ্রামের মোঃ ফজলুর রহমানের  ছেলে মোঃ জাকির হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে। ওই সময় তার দেহ তল্লাশী করে ৫ গ্রাম হিরোইনসহ উদ্ধার করে। এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য হিরোইন-ইয়াবা সংগ্রহ করে উপজেলার  আশপাশ এলাকাসহ বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিল।
তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রবিবার সকালে গ্রেফতারকৃত আসামি জাকির কে নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি আবুল কালাম আজাদ বলেন, আত্রাই উপজেলা থেকে মাদক নির্মূল করতে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর