দুর্যোগ ব্যবস্থাপনা অদিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ গ্রামীন রাস্তা, ব্রীজের এপ্রোচ,এইচবিবি সড়ক মেরামত ও সংস্কারণ কাজ উদ্বোধন করেন, দুর্যোগ ব্যবস্থাপনা অদিদপ্তরে প্রকল্প পরিচালক(যুগ্ন সচিব) সুব্রত পাল চৌধুরী।
শনিবার সকালে চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের জোতপাড়া বাজার হতে জনতা হাই স্কুল পর্যন্ত এ রাস্তার ইটের কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,চৌহালী উপজেলার পরিষদের চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন সরকার, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মজনু মিয়া, ইউপি চেয়ারম্যান শহিদুর রহমান শহিদ প্রমুখ। এছাড়াও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও ঠিকাদার উপস্থিত ছিলেন।
#চলনবিলের আলো / আপন