সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শনিবার (৫ জুন) দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে উপজেলার প্রতিটি ইউনিয়নের ক্ষুদ্র ও মাঝারি খামারিরা অংশ গ্রহণ করে। প্রদর্শনীতে ২০টি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ভেড়া, দুম্বা সহ হাস-মুরগীর প্রদর্শনের আয়োজন করা হয়। উপজেলার সাধারণ মানুষ এখান থেকে জানতে পারেন সঠিক নিয়মে পশু পালন সহ সরকারী সুযোগ-সুবিধা সম্পর্কে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন “প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)” এর সহযোগিতায় চৌহালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়। সারাদেশে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ এর অংশ হিসেবে চৌহালী উপজেলার খাষকাউলিয়া কে আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠানের আয়োজন করেছে চৌহালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপ¶ এবং প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটি।
“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন; প্রাণিসম্পদের প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগনকে সামনে রেখে চৌহালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২১ বাস্তবায়ন কমিটি সকল প্রকার প্রস্ততি সম্পন্ন করে খাষকাউলিয়া কে আর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রাণিসম্পদ প্রদর্শনী বাস্তবায়ন কমিটির সভাপতি মোছাঃ আফসানা ইয়াসমিন। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জনাব ফারুক হোসেন সরকার বলেন, পশু খামারিদের সরকার প্রনোদনা দিয়ে সহযোগীতা করছে যাতে আপনারা পশু পালনে আগ্রহী হন এতে করে আপনারা আর্থিক সাবলম্বি হয়ে পরিবার নিয়ে সুখে শান্তিতে জীবন জাপন করতে পারেন। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোশারফ হোসেন বলেন, দেশে প্রচুর খামারির পরিশ্রমের ফলে আজ বাংলাদেশ দুধ, ডিম, মাংশে সয়ংসম্পন্ন এবং বিদেশেও রপ্তানী হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জান্নাতী খাতুন প্রমুখ।
#চলনবিলের আলো / আপন