বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

বেলকুচিতে ফ্রি ফায়ার গেমস্ খেলতে নিষেধ করায় শিক্ষার্থীর আত্মহত্যা

কে,এম আল আমিন:
আপডেট সময়: শুক্রবার, ৪ জুন, ২০২১, ১০:১১ অপরাহ্ণ

সিরাজগঞ্জের বেলকুচিতে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস খেলতে নিষেধ করায় বাবা-মার উপর অভিমান করে মোরসালিন (১৭) নামের এক এসএসসি পরিক্ষার্থী আত্মহত্যা করেছে। সে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দ্রগাঁতী জামতলা গ্রামের শাহ আলম মল্লিকের ছেলে। সোহাগপুর শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

শুক্রবার (৪ জুন) দুপুরে সে গলায় রশি পেচিয়ে নিজের শয়ন কক্ষে আত্মহত্যা করে। এ সময় মা তার ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাড়ির অন্যান্যদের সহযোগীতায় নামিয়ে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে নিহতের স্বজনেরা সাংবাদিকদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। ছবি তুলতে নিষেধ সহ নিহতের কোন তথ্য দিবে না বলে নিহতের পরিবার এক পর্যায়ে সাংবাদিকদের উপর হামলা চালায়। পরে ডিএসবি আব্দুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার বেলকুচি উপজেলা সার্কেল সিদ্দিক আহমদ বলেন, স্কুল ছাত্র মোরছালিনের আত্মহত্যার বিষয়ে কোন অভিযোগ না থাকায় পরিবারের অনুরোধে দাফনের অনুমতি দেয়া হয়। তবে সংবাদ সংগ্রহের কাজে বাধা দিয়ে সাংবাদিকদের উপর হামলার বিষয়টি খুবই দু:খজনক।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর