বরিশালের আগৈলঝাড়ায় এক দিনে দুটি অপহরণ মামলা দায়ের। উভয় মামলায় চার দিন পর অপহৃতা উদ্ধার ও অপহরনের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার ওসি মো. গোলাম ছরোয়ার জানান, উপজেলার বারপাইকা বাজারে কসমেটিক্স ব্যবসার কারনে ওই বাজারে বাসা ভাড়া নিয়ে থাকতো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার ঝিলবুনিয়া গ্রামের মৃত সুরেন্দ্র নাথ মিস্ত্রীর ছেলে অনিক মিস্ত্রী (২৮)। ছেলের সাথে ভাড়া বাসায় থাকতো তার পরিবার সদস্যরাও।
বাজারে দিয়ে যাতায়াতের পথে বারপাইকা স্কুলের দশম শ্রেনীর স্কুল ছাত্রকে বিয়ের প্রলোভনে অনিক বিভিন্ন কু প্রস্তাব দিয়ে আসছিলো। স্কুলছাত্রী অনিকের কু-প্রস্তাব তার অভিভাবকদের জানালে তারা অনিকের পরিবারের কাছে বিচার দাবি করলে অনিকের পরিবার কোন প্রতিকার না করে বরং তাকে (অনিককে) উস্কে দেয়।
গত সোমবার (৩১মে) সন্ধ্যায় স্কুল ছাত্রী বাজার থেকে নিজ বাড়িতে ফেরার সময় বাড়ির সামনের রাস্তা মাত্র পূর্বে থেকে ওৎ পেতে থাকা অনিক ও তার লোকজন স্কুল ছাত্রীকে মোটরসাইকেলে করে অপহরণ করে পালিয়ে যায়। এঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে চার জনকে আসামী করে বৃহস্পতিবার দুপুরে থানায় অপহরণ মামলা দায়ের করেন, নং-২(৩.৬.২১)। পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় অপহৃতা স্কুল ছাত্রীকে গেীরনদী থেকে উদ্ধার করে। এসময় অপহরক অনিক মিস্ত্রী (২৮) ও তার আভা রানী মিস্ত্রী (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ।
ওসি মো. গোলাম ছরোয়ার আরও জানান, অন্যদিকে উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠি গ্রামের জামাল হাওলাদারের ছেলে রুমান হাওলাদার স্থানীয় নবম শ্রেনী পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১৫) স্কুলে যতায়াতের পথে বিভিন্নভাবে প্রায়ই উত্যক্ত করে আসছিলো। ওই স্কুল ছাত্রী রুমানের কথায় রাজি না হওয়ায় গত সোমবার (৩১মে) রাতে স্কুল ছাত্রী প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরের বাইরে গেলে পুর্বে থেকে ওৎ পেতে থাকা রুমান হাওলাদার (২৩) তার লোকজন নিয়ে স্কুল ছাত্রীকে অপহরণ করে। মেয়ে অপহরণের ঘটনায় বাবা বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে থানায় অপহরণ মামলা দায়ের করেন, নং-১(৩.৬.২১)। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। গ্রেফতারকৃত অনিক ও আভা রানীকে আদালতে প্রেরণ করেছে। অন্যান্য আসামীদের গ্রেফতােরে বিভিন্ন স্থানে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি গোলাম ছরোয়ার।
#চলনবিলের আলো / আপন