প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে কিশোরী মাদ্রাসা ছাত্রীকে (১৭) ঢাকায় নিয়ে আটদিন আটক করে ধর্ষণের অভিযোগে পুলিশ ধর্ষক ইমরান হাওলাদারকে গ্রেফতার করেছে।এজাহারের বরাত দিয়ে থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে গৌরনদী উপজেলার ডুমুরিয়া গ্রামের শাহে আলম হাওলাদারের পুত্র রাজ মিস্ত্রি ইমরান হাওলাদারের (২১) সাথে পাশ্ববর্তী গ্রামের ওই মাদ্রাসা ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভনে ইমরান হাওলাদার গত ২১মে ওই মাদ্রাসা ছাত্রীকে ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকার একটি বাসায় নিয়ে যায়। সেখানে আটদিন আটকে রেখে একাধিকবার জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে ইমরান। এরপর গত ২৯ মে ওই ছাত্রীকে উপজেলার সমরসিংহ গ্রামের তার (ছাত্রী) এক নিকট আত্মীয়র বাড়িতে রেখে ইমরান পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা ছাত্রী বাদি হয়ে ইমরান হাওলাদারকে আসামি করে গৌরনদী মডেল থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ইমরান হাওলাদারকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
#চলনবিলের আলো / আপন