কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫ । এসময় গুরা মিয়া (৪৫) নামে ক্যাম্পের এক সাবেক মাঝিকে আটক করেছে।সোমবার (৩১ মে) মধ্যরাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৯নং ক্যাম্পের জি-ব্লক থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক শুরা মিয়া বালুখালী ৯নং ক্যাম্পের জি-ব্লকের মৃত নুর আহমদের ছেলে। তিনি ঐ ক্যাম্পের হেড মাঝি ছিল।র্যাব কর্মকর্তার জানায়, গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুদ রাখার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে তার বসতঘরের ভেতর থেকে ৫ লাখ ৫০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ একজন সাবেক ক্যাম্প মাঝিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
#চলনবিলের আলো / আপন