কার কাছে তুমি হলে বন্দী
ওগো প্রিয় ধরনি,
মানব কুলের আর্তনাদ কি
এতটুকু শোনোনি।।
তোমার মাঝে করছে বিচরণ
দানব হায়নার মত,
তুমি থাকলেও শান্ত আবার,
আমরা হচ্ছি ক্ষত।।
মানুষের মানুষের হচ্ছে ভেদাভেদ
সাথে কমছে প্রীতি, ভালোবাসা,
নতুন করে কে সাজাবে তোমায়
ভাবতেই ,করছে মাথা ব্যথা।।
আবার তুমি হও যে ভালো
তোমার প্রতি রইল, আমাদেরই অনুরোধ,
একসাথে মিলিয়ে সবাই আমরা
গড়ে তুলি প্রতিরোধ।।
#চলনবিলের আলো / আপন