কে,এম আল আমিন :
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগন্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের আয়োজনে মহাসড়কে নিরাপদে যাত্রীদের চলাচল করার লক্ষ্যে সংবাদকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করেন। মঙ্গলবার হাটিকুমরুল হাইওয়ে থানা সভা কক্ষে সদ্য যোগদানকৃত ওসি নুর নবী প্রধান এর সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মোঃ শহিদ উল্লাহ্।
সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমান, সাংবাদিক হেলাল আহমেদ, ফেরদৌস রবিন, গোলাম মোস্তফা রুবেল, এ আর জাহাঙ্গীর, মাসুদ পারভেজ,শংকর কুমার রায়, কারিকুল ইসলাম সুমন,জাকির হোসাইন,লিখন আহমেদ প্রমূখ ।
বক্তারা মতবিনিময় সভায় যাত্রীদের নিরাপত্তা রক্ষার স্বার্থে মহাসড়কে থ্রি হুইলার বা তিন চাকার যানবাহন চলাচল বন্ধে সরকারি নিষেধাজ্ঞা মানতে জনগণকে সচেতন করতে সাংবাদিক সহ সকলের সহযোগীতা কামনা করেন।