কক্সবাজার সদর ভারুয়াখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চান্দুরপাড়া রাস্তার মাথা কোন শত’হীন ভাবে প্রতিনিয়তে কে বা কারা প্রায় সময় ফাঁকা গুলি ছুড়তে থাকে। ঠিক একই নিয়মে ২৬ মে সন্ধ্যা ৭:৩০ মিঃ এর দিকে একের পর এক এক করে চার রাউন্ড ফাঁকা গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সরোজমিনে, ভারুয়াখালী ইউনিয়ন এর একজন ইউপি সদস্য জানাই,২৬ মে সন্ধ্যা ৭:৪০ মিনিটের দিকে হঠাৎ স্থানীয় এক ব্যক্তি তার কাছে মোবাইলে কল করে জানায় উল্লেখ্য স্থানে মিজান নামে একজন অস্ত্রধারী ফাঁকা গুলি করতে দেখা যাচ্ছে। তাৎক্ষণিক ইউপি মেম্বার পরিষদে এসে ৩ জন গ্রাম পুলিশ মাধ্যমে তদারকি করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এবং স্থানীয় দোকানদার লোকজনদের কাছে জিজ্ঞেস করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে কক্সবাজার সদর মডেল থানাকে অবগত করছে বলে জানায়।
ঘটনা স্থানে তদারকি করার গ্রাম পুলিশেদের সাথে কথা বললে সংবাদকর্মীদের সত্যতা প্রকাশ করেন। ঘটনা স্থানে অনুসন্ধান করে, কয়েকজন ব্যক্তির নাম গোপন রাখার শর্তে বলেন উক্ত ফাঁকা গুলি ছুটিয়েছে চৌচুলামোরা অস্ত্রধারী মিজান। সন্ত্রাসীর বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে এলাকায় আতঙ্কের সৃষ্টি করার অভিযোগ করেন এলাকাবাসী। এসময় এলাকার লোকজন ছুটাছুটি করতে শুরু করে। পরে শত শত এলাকার লোকজন জড়ো হয়। স্থায়ী লোকজনের বক্তব্য মতে তিনি প্রায় সময় ওইখানে এসে অস্ত্র নিয়ে ঘুরাফেরা করে এবং শর্তহীনভাবে ফাঁকাগুলি করে, এতে স্থানীয়রা অস্ত্রের ভয় কিছু বলার সাহস পায় না। এলাকাবাসী ও স্থানীয়দের প্রশাসনের প্রতি অনুরোধ এই অস্ত্রধারী মিজান কে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে যেন দ্রুত উপযুক্ত আইনের শাস্তি প্রদান করা হয়।
#চলনবিলের আলো / আপন