কক্সবাজারসদরের পৌরসভা দুই ব্যক্তি থেকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক লক্ষ বিশ হাজার টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে গেছে। চাকরি দেয়ার নামে প্রতারণা করেন কক্সবাজার পৌরসভা ৯নং ওয়ার্ডের বৈদ্যঘোনা এলাকার বাসিন্দা মুহাম্মদ আইয়ূব বলে জানায় ভুক্তভোগী।
ওয়াল ভিশন এনজিওতে অফিস ম্যানেজমেন্ট কম্পিউটার অপারেটর পদে ৪০হাজার টাকা করে বেতনে চাকরি দেয়ার নামে দুইজন ভুক্তভোগী কক্সবাজার পৌরসভা ৯ ওয়ার্ডের মহাজরপাড়ার শফিক অপরজন হচ্ছে নুরুল মোস্তফা ৯ নম্বর ওয়ার্ড ঘোনার পাড়া।
। ভুক্তভোগী ও প্রতারক আইয়ুবের সাথে আত্মার সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুসুলভ পরিচিত। সে সুবাদে তারা প্রায় সময় একই আড্ডায় থাকতো দুঃখ-সুখের আলোচনা করত। আইয়ুব কক্সবাজার পেট্রলপাম্প এর পার্শ্ববর্তী শফিক সেন্টারের আট তলায় দারোয়ানি চাকরি করতো। সে ভুক্তভোগীদের বলতেন তিনি চাকরি করে শফিক সেন্টারের ৮তলায় ওয়ার্ল্ড ভিশনের অফিসে। ভুক্তভোগী মুস্তাফা ও শফিক সরলতায় আইয়ুবের কথা বিশ্বাস করে। তার মাঝে আয়ুব দারোয়ানের চাকরি করে সে আসল কথা গোপন রাখছিল পূর্বে ভুক্তভোগীরা জানতো না। আইয়ুব এর উদ্দেশ্য খারাপ হলে এক পর্যায়ে এসে প্রলোভোন দেখিয়ে দুই বন্ধু শফিক ও পত্রিকার হকার মোস্তফাকে বলেন ওয়ার্ল্ড ভিশন তথা আমাদের অফিসে কম্পিউটার অপারেটর চাকরির নিয়োগ দিয়েছে তোমাদের কেউ আপনজন থাকলে এখানে জয়েন করে দাও ভালো বেতন পড়বে। প্রয়োজনে আমার সহযোগিতা করতে হলে আমি চাকরীর নিশ্চিত ব্যবস্থা করে দিতে পারব। প্রতারক আইয়ুবের এই আশ্বাস দিলে দুই বন্ধু শফিক তার ছেলেকে এবং মোস্তফা তার ভাইকে চাকরিতে দেবে বলে কথা দেয়। পরে এসে আইয়ুব তাদেরকে জানাই চাকরি নিশ্চিত হবে তোমাদের একজনে ৮০ হাজার টাকা করে দিতে হবে, থাতেও চাকরির আশায় রাজি হয়ে যায় এরা।
এরপর ভুক্তভোগীদের ডাচ বাংলা ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার ৪২০২০২১০৫০৫১৩২১১৭১১৯০ দেয় টাকা ঢুকিয়ে দিলে চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে বলে আশ্বাস দেন প্রতারক আয়ুব। গেল ৫ ই মে ডাচ-বাংলা ব্যাংকের একাউন্টে ভুক্তভোগী শফিক ৮০০০০ হাজার টাকা এবং মোস্তফা ৪০০০০ টাকা ঢুকিয়ে দিয়েছে। ব্যাংক একাউন্টে টাকা ঢুকিয়ে দেয়ার পর থেকে লাপাত্তা হয়ে গেল সে প্রতারক আইয়ুব।
আইয়ুব এর সাথে ভুক্তভোগীরা প্রায় সময় এই মোবাইল নং এ যোগাযোগ করাহত। বর্তমান তিনি এই মোবাইল নং 01827735679 বন্ধ করে দিয়েছে। ভুক্তভোগীরা প্রকৃতপক্ষে অসহায় তারপরও কষ্ট করে চাকরির আশায় যেকোনোভাবে টাকা সংগ্রহ করতে সমর্থ হয়।
এখন প্রতারককে খুঁজে না পেয়ে তারা অসহায় হয়ে পড়েছে। তারা প্রতারক এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে জানান।
কোন সহৃদয়বান ব্যক্তি তাকে ধরে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেয়া হবে এবং প্রতারককে পাওয়ার সাথে সাথে নিম্নে উল্লেখিত মোবাইল নং যোগাযোগ করতে পারেন।
যোগাযোগঃ
নুরুল মোস্তফা
কক্সবাজার পৌরসভা ৯নং ওয়ার্ড ঘোনাপাড়া
মোবাইল নং ০১৮২১১৪৬৬৩৭
#চলনবিলের আলো / আপন