শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

ই-পেপার

গৌরনদীতে জুয়া খেলাকে কেন্দ্র করে হামলা, গ্রেফতার-১

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ৪:১৪ অপরাহ্ণ

বরিশালের গৌরনদীতে জুয়ার আসর থেকে জুয়াড়িদের পুলিশ আটক করার জের ধরে বুধবার রাতে নছিমন চালক রাজন হাওলাদারকে ডেকে নিয়ে হামলা চালিয়ে বেদম মারধর করেছে প্রতিপক্ষরা। এ সময় তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়ারও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় পুলিশ রাব্বি হাওলাদারকে গ্রেফতার করেছে। হাসপাতালে ভর্তি রাজন হাওলাদার জানান, গত মঙ্গলবার রাতে বেজগাতি এলাকা থেকে জুয়া খেলার সময় গৌরনদী মডেল থানা পুলিশ কটকস্থল গ্রামের মৃত ফারুক হাওলাদারের পুত্র সাদ্দাম হাওলাদার, বেজগাতি গ্রামের ইসমাইল হাওলাদারের পুত্র নাজমুল হাওলাদারসহ কয়েকজনকে আটক করে এবং পরবর্তীতে ছেড়ে দেয়। আটক করার বিষয়ে রাজনের যোগসাযোশ রয়েছে সন্দেহ করে বুধবার রাত ৯টার দিকে সাদ্দাম ও নাজমুল কথা শোনার জন্য ডেকে নিয়ে নির্জন এলাকায় রাজন হাওলাদারকে এলোপাথালী ভাবে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। রাজনের ডাক চিৎকারে পাশর্^বর্তী লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় রাজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই রাতেই আহত রাজনের ভাই রাজিব হাওলাদার বাদি হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা আরো ৩ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করেন। উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহজাহান জানান, মামলা দায়েরর পর পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে এজাহারভূক্ত আসামি রাব্বি হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাব্বিকে বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর