শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

লামায় মা ও দুই মেয়ে খুনের ঘটনায় গ্রেফতার-১

মোঃনাজমুল হুদা,লামা:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ১০:১৮ পূর্বাহ্ণ

বান্দরবানের লামায় বহুল আলোচিত মা ও দুই মেয়ে খুনের ঘটনায় উত্তম কুমার বড়ুয়া (৩৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সে লামা পৌরসভার (১ নং ওয়ার্ড) চম্পাতলী এলাকার মাষ্টার প্রমোদ বড়ুয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানায়, ট্রিপল মার্ডার ঘটনায় জড়িত থাকার সন্দেহে উত্তম কুমারকে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অনেক তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেও অনেক প্রমাণ পাওয়া গেছে, তাই তাকে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে   আরও অনেক তথ্য জানা যাবে।
সি.সহকারি  পুলিশ সুপার (লামা সার্কেল) মোঃ রেজুয়ানুল ইসলাম প্রতিবেদককে জানান,  ‘ট্রিপল মার্ডার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডের অনেক তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে এখন সব বলা যাচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।’
প্রসঙ্গত,গত শুক্রবার (২১ মে,২১) সন্ধ্যায় লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চম্পাতলী এলাকার কুয়েত প্রবাসী নুর মোহাম্মদের ঘর থেকে মাসহ দুই মেয়ের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন- নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০) বড় মেয়ে রাফি (১৩) ও ছোট মেয়ে নুরি (১০ মাস)। ঘটনার পরদিন শনিবার নিহতের মা লালমতি খাতুন বাদী হয়ে মামলা করেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর