যশোরের অভয়নগর উপজেলার পৌর নওয়াপাড়া ৪নং ওয়ার্ডের খেটে খাওয়া মানুষের নয়নের মনি সকলের অতি পরিচিত মুখ অসহায় গরীব দুখীর “একমাত্র বটবৃক্ষের ছায়া” বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আঃ মালেক হাওলাদার ৷ অনেক ঝড়- ঝাপটা পেরিয়ে জীবনের সাথে যুদ্ধ করে আল্লাহর রহমতে মানুষের দোয়ার বরকতে আজ তিনি সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন ৷ অন্যায়ের প্রতিবাদী বলিষ্ঠ কন্ঠস্বর ,মিষ্টভাষী ও গরীবের একমাত্র বন্ধু” আলহাজ্ব আঃ মালেক হাওলাদার ৷ তিনি দিন মুজুর খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে একমাত্র ভালবাসার পদ্মফুল ৷ এটাই প্রমানিত হয়যে, ওয়ার্ডবাসী নিজেদেরকে গর্ববোধ করে বলেন ,আমাদের ওয়ার্ডে এমন একজন বড় মনের মানুষ পেয়েছি আজ তাকে নিয়ে আমরা ওয়ার্ডবাসী সব সময় গর্ববোধ করি , কারনঃ বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসায় দানসহ মহামারি করোনায় দুস্থ্য অসহায় মানুষের মাঝে খাদ্যবস্ত্র, যেমন ঃ চাল,ডাল ,চিনি তেল, কম্বল,শাড়ি,লুঙ্গি,পাঞ্জাবি সাবানসহ বিভিন্ন প্রসাধনী বিতরণ করে আসছেন তিনি ৷ তাছাড়া সব সময় বিপদ-আপদে দুখী মানুষের পাশে এসে বটবৃক্ষের ন্যায় তাদেরকে আগলে রাখেন এই বড় মনের অধিকারী আলহাজ্ব আঃ মালেক হাওলাদার ৷ তিনি ওয়ার্ডবাসির উদ্দেশ্যে বলেন ,আমি অঙ্গীকার বদ্ধ মানুষের ভালবাসার মাঝেই আমি বেঁচে থাকতে চাই আজীবন ৷ তিনি দুই নয়নে অশ্রু ঝরিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মনের কষ্টকে ধামাচাপা দিয়ে আল্লাহর দরবারে সকলের জন্য দোয়া প্রার্থনা করেন “হে আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দান করো”বালা মুসিবৎ থেকে রক্ষা করো আমি যাতে মানুষের কল্যাণে আসতে পারি তার তৌফিক দান করো –আমিন ৷ পৌর ৪ নং ওয়ার্ডের অসহায় অনাহারে থাকা দুখী মানুষগুলো মনের আশা ব্যক্ত করেন ,অভয়নগর বাসীর গর্ব ও ওয়ার্ড বাসীর রত্ন – আব্দুল মালেক হাওলাদারকে ৪নং ওয়ার্ড কাউন্সিলর হিসাবে দেখতে চাই এটা আমাদের প্রাণের দাবি ৷
#চলনবিলের আলো / আপন