টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা বাজারে জাকির রেশন ষ্টোর নামের একটি দোকানে সরকারি ভিজিডি’র ৯৪৯ কেজি চাল অবৈধভাবে বিক্রির সময় জব্দ করেছে প্রশাসন।এ সময় এ কাজে জড়িত থাকার অভিযোগে দুইজনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ মে) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার।জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিজেএফআই সদস্যারা প্রথমে এই চাল আটক করে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারকে অবগত করে।তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোকান মালিক অবঃ সার্জেন্ট জাকির হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং চাল বিক্রিতা মোঃ আপন মিয়া (৩০) ও মোঃ তোফায়েল হোসেন (২৮) কে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।দন্ডপ্রাপ্ত দুইজনকে ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
#আপন_ইসলাম