ময়মনসিংহের নান্দাইলে গাছের আম পা ড়াকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছে। ২৪ মে সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সাদ্দাম হোসেন (৩০)সে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের বাসিন্দা। সে এই গ্রামের আসাম উদ্দিন ওরফে মিন্টুর পুত্র। মিন্টুর আম গাছের পাশেই তার সহোদর ভাই রসুম উদ্দিনের ছেলে সুমনের বসত ঘর।প্রায়ই গাছ থেকে পাকা পড়ে সুমনের টিনের চালে। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি হতো। আজ বিকালে সাদ্দাম গাছ থেকে আম পাড়ার সময় ঘরে চালে আম পড়ায় কথা-কাটাকাটির এক পর্যায়ে রামদা দিয়ে সাদ্দামকে কোপ দেয় সুমন। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে সাদ্দাম স্বজনরা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, লাশ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। সকালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আসামি গ্রেফতারে অভিযান চলছে।
#আপন_ইসলাম