বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও তার পরিবার সদস্যদের নির্যাতন ও মানসিক অত্যাচার সইতে না পেরে বিষ পান করে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক গৃহবধুর। এ ঘটনায় গৃহবধুর ভাই বাবুল সরকার বাদী হয়ে স্বামীসহ তার পরিবার সদস্যদের বিরুদ্ধে রবিবার রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
থানার উপ-পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে পুজার ভাই বাবুল সরকারের দায়ের করা এজাহারের বরাত দিয়ে জানান, উপজেলা রাজিহার ইউনিয়নের কান্দিরপার চেঙ্গুটিয়া গ্রামের রমেশ জয়ধরের ছেলে রবিন জয়ধরের (৩০) সাথে প্রায় ১০ বছর পূর্বে মাদারীপুর জেলার ডাসার থানার শশীকর গ্রামের নরেন সরকারের মেয়ে পুজা(২৫) এর সাথে সামাজিকভাবে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই গৃহবধু পুজা সুন্দর না বলে বিভিন্ন সময় স্বামী ও তার পরিবারে লোকজন তাকে মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি মানসিক নির্যাতন করে আসছিলো।
এরই মধ্যে গত দের বছর আগে পুজার ভাই বাবুলের কাছ পুজার স্বামী রবিন থেকে দেড় লাখ টাকা ধার আনে। বাবুল তার বোন পুজার মাধ্যমে ওই ধারের দেড় লাখ টাকা ফেরত চাইলে পুজার স্বামী রবিন ও তার বাবা রমেশ, মা ছায়া রানী, দেবর রথিন পুজাকে অকথ্য ভাষায় গালমন্দ করে মানসিক নির্যাতন শুরু করে। ঘটনার দিন ২২মে শনিবার ধারের টাকা না দিয়ে উপয়ন্তু তার উপর নির্যাতনের ঘটনা পুজা তার ভাই বাবুলকে ফোনে জানায়। পুজা তার ভাইকে জানায় যে, পারিবারিক ও মানসিক অশান্তির কারনে সে (পুজা) বিষ পান করে আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় নেই। ওই দিন দুপুরে এক সন্তানের জননী পুজা আত্মহত্যার জন্য বিষ পান করলে পুজার শ্বশুর বাড়ি থেকে তার বাবার বাড়িতে খবরও দেয়নি। প্রতিবেশীরা অসুস্থ পুজাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিলা আক্তার তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। পুজার শ্বশুর বাড়ির প্রতিবেশীদের মাধ্যমে খবর পায় পুজার বাবার বাড়ির লোকজন। বরিশাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে পুজা মারা যায়।
বোনের আত্মহত্যার প্ররোচনার অভিযোগে বাবুল সরকার রবিবার রাতে পুজার স্বামী রবিন, বাবা রমেশ অধিকারী, মা ছায়া রানী ও ভাই রথিন অধিকারীকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন, নং-৮(২৩/৫/২১)।মামলার কদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
#আপন_ইসলাম