মহেশখালীর মাতারবাড়ী ইউনিয়নে চলমান কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে পস্কো কোম্পানির এক শ্রমিক বজ্রপাতে মৃত্যু হয়েছে।তার নাম মোহাম্মদ জিলানী (৩০)।সে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বগাউড়া ইউনিয়নের হেমান্তগড়ের হেফাজ উদ্দীনের ছেলে।বজ্রপাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে খবরটি নিশ্চিত করেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ।
আজ (২৩ মে) রবিবার সন্ধ্যা ৭টায় আকষ্মিক বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়।সে সময় প্রকল্পের জেটি এলাকায় কাজ করছিল ঐ শ্রমিক। হঠাৎ বজ্রপাতে সে মাঠিতে শুয়ে ছটপট করছিল।তার পাশে থাকা আরেক শ্রমিক, এ সময় তাকে প্রকল্পের ভিতরে নির্মিত অস্থায়ী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষণা করেন।
রাতে ৯টা দিকে পোষ্ট মড়ার্মের জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পোষ্ট মড়ার্ম শেষে তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায়।
#আপন_ইসলাম