বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

ই-পেপার

ভূঞাপুরে অবৈধ বালুর ঘাটে অভিযান

মুহাইমিনুল (হৃদয়) টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ২৪ মে, ২০২১, ৯:২৮ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুরে খোকার অবৈধ বালুর ঘাটে অভিযান চালিয়ে ২ লাক্ষ ৫০ হাজার টাকা জরিমানা,দুই জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড,পাঁচটি ভেকু ও ১৯ টি ড্রাম ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ররিবার (২৩ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি আবদুল্লাহ আল রনি।তবে এ ঘটনায় ঘাট মালিক বা তার সহযোগী কাউকেই আইনের আওতায় আনতে পারেননি ভ্রাম্যমাণ আদালত।
দীর্ঘদিন যাবৎ যমুনার চরাঞ্চলে চলে আসছে অবৈধ বালু উত্তোলন।এরই ধারাবাহিকতায় রবিবার (২৩ মে) উপজেলার জিগাতলা অংশে খোকার অবৈধ বালুর ঘাটে অভিযান চালায় টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল।
দিনভর অভিযান চালিয়ে বালু কাটার পাঁচটি ভেকু মেশিন, বালু পরিবহনের ১৯টি ড্রাম ট্রাক ও দুইজনকে আটক করে প্রশাসনকে বিষয়টি অবগত করে ডিবি পুলিশ।
পরে বিকেল চারটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার ভূমি আবদুল্লাহ আল রনি। ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত দুইজন শ্রমিককে ভূঞাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।পাঁচটি ভেকু ও ১৯ টি ট্রাক স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালামের হেফাজতে রাখে।
এরপরে ঘটনাস্থল থেকে ফিরে নিজ কার্যালয়ে বসে ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণা করেন বিচারক।রায়ে উপজেলার জিগাতলা গ্রামে মইন উদ্দিন ও নিকলাড়া গ্রামের ছালামকে দশদিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং জিগাতলা গ্রামের রঞ্জু নামের এক ব্যক্তিকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকার কথাও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবদুল্লাহ আল রনি।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর