আল্লাহ তুমি ক্ষমা কর
দেখাব না আর অজুহাত,
থাকব তোমারই পথে
দিবো সবাইকে এই দাওয়াত।
হে আল্লাহ তোমার দয়া ছাড়া
নাই যে উপায়,
তোমার অশেষ কৃপায়
বেঁচে আছি এ ধরায় ।
কত সুখে আছি আমি
তোমার এই ধরা ধামে,
তাইতো ইবাদত করি
একমাত্র তোমারই নামে।
তোমার সৃষ্টি সেরা আমি
বাবা আদমের সন্তান,
শত নেয়ামত পেয়ে ও আমি
প্রশংসা না করে হই বেইমান।
তোমার দেয়া আলো বাতাস কত কি?
বিনা খরচে পেয়ে মানুষ,
তোমায় ভুলে হয় যে বেহুশ ।
দুনিয়ার দর্পে
কত পাপ করেছি জমা,
আল্লাহর প্রতি দৃড় বিশ্বাস
তিনি আমায় করিবেন ক্ষমা।