শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

ই-পেপার

বরিশালে ছয় কেজি গাঁজাসহ ১৭ মামলার আসামি গ্রেফতার

রুবিনা আজাদ,আঞ্চলিক প্রতিনিধি,বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ৫:০৯ অপরাহ্ণ

নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী কালাম ওরফে গাঁজা কালামকে ছয় কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার অপর দুই সহযোগিকেও গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কাউনিয়া এলাকার লামছড়ি আয়রন ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো, পলাশপুরের বাসিন্দা রশিদ মোল্লার পুত্র গণধর্ষণসহ ১৭ মামলার আসামি শীর্ষ মাদক ব্যবসায়ী আবুল কালাম ওরফে গাঁজা কালাম (৫৩), তার সহযোগি নুরআলম হাওলাদারের পুত্র উজ্জল (৪২) ও আবু জাফরের পুত্র জাকির হোসেন (৪৬)।

বৃহস্পতিবার সকালে থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে কাউনিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী কালাম ওরফে গাঁজা কালাম এবং তার দুই সহযোগিকে গ্রেফতার করেন। এ ঘটনায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর