খাগড়াছড়ির রামগড়ে ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী (১৩) অন্তঃসত্ত্বা বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ড চৌধুরীপাড়া এলাকায়।
এ ঘটনায় কিশোরী নিজে বাদী হয়ে প্রতিবেশী প্রবাসী মোহাম্মদ নুরুর ছেলে রাহিম(১৫) কে আসামী করে রামগড় থানায় মামলা দায়ের করেন।ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ মঙ্গলবার খাগড়াছড়ি সদর হাসপাতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার থেকে জানা যায়,অন্ত:সত্ত্বা ঐ কিশোরী তার পরিবার নিয়ে রামগড়ের চৌধুরীপাড়ায় ভাড়া থাকেন।একই এলাকায় ভাড়া থাকার সুবাধে ধর্ষনে অভিযুক্ত রাহিমের বোন(আখি আক্তার)এর সাথে তার সুসম্পর্ক গড়ে উঠে।বিভিন্ন সময় সে তার বান্ধবীর সাথে দেখা করতে তাদের বাড়িতে যাতায়াত করতো।ঘটনার দিন ২০২০ সালের ২ডিসেম্বর দেখা করতে গিয়ে তার বান্ধবীকে বাড়িতে পাননি।তখন অভিযুক্ত ধর্ষক রাহিমের কাছে তার বোন কোথায় জানতে চাওয়া হলে সে কুমতলবে জানায় তার বোন ঘরের ভেতর আছে।তখন বাদী ঘরে ডুকলে ঘরে কেউ না থাকার সুযোগে বিবাদী রাহিম(১৫) তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে।তারপর বিভিন্নসময়ে ভয়-ভীতি এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে।এতে সে অন্ত:সত্ত্বা হয়ে পড়ে।অন্ত:সত্ত্বা হওয়ার খবর সে গত ৫ই মে তার পরিবারকে জানায়। ঘটনাটি জানালে তারা তাকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হোন।বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক নিশ্চিত করেন যে সে ৫মাসের অন্ত:সত্ত্বা।
কিশোরীর মা ফাতেমা বেগম বলেন,মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়ে তিনি নিশ্চিত হয়েছেন যে মেয়ে অন্তঃসত্ত্বা। এই খবরে ১৩ বছরের মেয়েকে নিয়ে তিনি চিন্তিত।বেশ কয়েকবছর আগে মেয়ের বাবা মারা গেছেন বলেও জানান তিনি। তিনি অভিযোগ করে বলেন, অভিযুক্ত ধর্ষক রাহিম তার মেয়েকে ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করেছে।তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত রাহিমের মা রাশেদা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,তার ছেলের বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যে।উদ্দেশ্যপ্রণীত ভাবে তার ছেলেকে একটি মহল ফাঁসাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।তিনি দাবী করেন তার ছেলের বয়স ১৩।সে রামগড় আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ে।অভিযুক্তের জন্মনিবন্ধন থানায় জমা দিয়েছেন।মামলার বাদী তার মেয়ের বান্ধবী।আর্থিক ভাবে সুবিধা নিতে পরিকল্পিত ভাবে এ মামলা করেছে বলে জানান তিনি।
রামগড় পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জামাল শিকদারেরর কাছে ঘটনার সত্যতা জানতে চাওয়া হলে তিনি জানান যে,ঘটনাটি তিনি শুনেছেন।কিন্তুু তার কাছে কোন পক্ষই অভিযোগ নিয়ে আসেনি।তাই তিনি বিস্তারিত জানেন না।
চৌধুরীপাড়া সমাজ কমিটির সভাপতি ও রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক বলেন,ভুক্তভোগী ওই কিশোরীর পরিবার এবং অভিযুক্ত ধর্ষকের পরিবার তার কাছে অভিযোগ নিয়ে আসেন।ওই কিশোরী ৫মাসের অন্ত:সত্ত্বা এবং অভিযুক্তের বয়স ১৩। বয়স নিয়ে আইনি জটিলতা থাকায় ভুক্তভোগী পরিবারকে আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুজ্জামান দৈনিক আজকের পত্রিকার এই প্রতিনিধিকে জানান, এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে।আজ(মঙ্গলবার)ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি।
#আপন_ইসলাম