আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আগৈলঝাড়ায় গাঁজাসহ এক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। থানায় মামলা দায়ের।থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, এসআই মোক্তার হোসেন রবিবার রাতে উপজেলার জোবারপাড় (রামদেবেরেপাড়) এলাকায় অভিযান চালিয়ে উজিরপুর উপজেলার মাদ্রা বড়বাড়ি গ্রামের ক্ষিতিশ চন্দ্র হালদারের ছেলে বিপুল হালদারকে (২২) গাঁজাসহ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত বিপুলের বিরুদ্ধে ওই রাতেই এসআই মোক্তার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন, নং-৬(৭/৬/২০)। গ্রেফতারকৃত বিপুলকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।