বেলাল হোসাইন,(খাগড়াছড়ি):
খাগড়াছড়িতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আর সাতজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪৫ জন। এছাড়া ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রবিবার (৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নূপুর কান্তি দাশ।
তিনি বলেন, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ জন। এদের মধ্যে খাগড়াছড়ি সদরে ১ জন, মাটিরাঙায় ২ জন, মানিকছড়িতে ১ স্বাস্থ্যকর্মীসহ ৩ জন, রামগড়ে ১জন আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান,আক্রান্তরা সবাই হোম কোয়ারেন্টিনে আছেন। নমুনা সংগ্রহ করার পর তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়।
তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হবে।এখন পর্যন্ত আমরা এক হাজার ৭৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি। এরমধ্যে ৭৭৫ জনের রিপোর্ট এসেছে।