বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

করোনা শনাক্তের জন্য ঠাকুরগাঁওয়ে  পিসিআর ল্যাব স্থাপনের দাবি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৮ জুন, ২০২০, ৫:২৩ অপরাহ্ণ

দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
করোনা ভাইরাস শনাক্তের জন্য ঠাকুরগাঁও জেলায় পিসিআর ল্যাব স্থাপন ও আইসিইউ স্থাপনের দাবি জানিয়ে মানববন্ধন করেছে ঠাকুরগাঁওবাসী। সোমবার বেলা ১১ টার শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় প্রখর রোদে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এ  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঠাকুরগাও প্রেসক্লাবের সভাপতি মো: মনসুর আলী, জেলা উদীচির সাধারন সম্পাদক রেজওয়ানুল হক রিজু, ত্যাল,গ্যাস খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির জেলার সদস্য সচিব মাহাবুব আলম রুবেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মো: এ্যাপোলো, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জেলা মটর মালিক সমিতির সাধারন সম্পাদক বেলাল হোসেন, উপজেলা সিপিবির সভাপতি আহসানুল হাবিব বাবু, জেলা উদীচীর সহ সভাপতি এম এস আহম্মেদ রাজু, নিরাপদ সড়ক চাই জেলার সভাপতি, আবু মহিউদ্দীন, জেলা ছাত্র ইউনিয়নে সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ঠাকুরগাঁও পন্চগড় সহ ৪ জেলার করোনার নমুনা পরীক্ষা করা হয় দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।কিন্তু সেখানে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষার সক্ষ্রমতা রয়েছে।এ অবস্থায় ঠাকুরগাঁও সহ অন্যন্য জেলা হতে প্রতিদিন যেসব নমুনা পাঠানো হয় তা সময় মতো পরীক্ষা করা না হওয়ায় অনেক রোগী নমুনা দিয়ে ঘুরে বেড়ায়।এ অবস্থায় নমুনা পরীক্ষার রিােপার্ট সময়মতো বের না হওয়ায় এবং ঠাকুরগাঁও জেলাতে ব্যাপক ও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
বক্তারা বলেন, ঠাকুরগাঁও জেলাতে করোনা শনাক্তের জন্য পিসিআর ল্যাব না থাকায় নমুনা সংগ্রহ করে অন্য জেলায় পাঠাতে হচ্ছে। এতে রিপোর্ট হাতে পেতে সময় লাগছে ৫ থেকে ৭ দিন। এর মধ্যে কোন ব্যক্তি করোনা সংক্রমিত হলো কিনা জানা যাচ্ছে না। ফলে আক্রান্ত ব্যক্তির আইসোলেশন বা চিকিৎসার সুযোগও তৈরি হচ্ছেনা। এতে আক্রান্ত ব্যক্তি যেমন ঝুঁকিতে পড়েন। কখনো বা মারা যায়। তেমনি অন্যদের মাঝে রোগটির সংক্রমন বেড়ে যায়। তাই অনতিবিলম্বে ঠাকুরগাঁওয়ে পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছে ঠাকুরগাঁওবাসী।
সম্প্রতি ঠাকুরগাঁওয়ের আওয়ামীলীগ নেতা মো: রওশন করোনা ভাইরাসে মারা যাওয়ায় জেলার হাসপাতালে পিসিআর ল্যাব ও আইসিইউ না থাকার কারনকে দায়ী করছেন বক্তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর