বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

মন্ত্রী বীর বাহাদুরের এপিএসসহ আরও ৪ জনের করোনা শনাক্ত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ৮ জুন, ২০২০, ১:১৪ অপরাহ্ণ

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর (ঊশৈসিং) এর এপিএস মোঃ খলিলুর রহমানসহ চারজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মন্ত্রীর সংস্পর্শে আরও ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।রআক্রান্তরা হলেন- পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. খলিলুর রহমান, মন্ত্রীর বাড়ির গৃহপরিচারিকা থোয়াই চু প্রু মারমা, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা এমিচিং মারমা। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের ৩৫ বছরের নারী লায়লা বেগম।

 

স্বাস্থ্য বিভাগ জানায়, করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সঙ্গে গত ৩ জুন এপিএস খলিলুর রহমানসহ তিনজনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার পাঠানো হয়। রোববার রাতে তাদেরও পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের মধ্যে গৃহপরিচারিকা সদর হাসপাতালের আইসোলেশনে আছেন তিন দিন ধরে।অন্যরা বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন, তাদেরও আইসোলেশনে নিয়ে আসা হচ্ছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০ জনে।

 

সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, মন্ত্রীর সংস্পর্শে আসা আরও ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া অসুস্থ মন্ত্রীকে ঢাকায় নেয়ার সময় এবং তার কদিন আগে যারা মন্ত্রীর আশপাশে এসেছিলেন তাদের সবাইকে আগামী ১৪ দিন সেলর্ফ হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি সংক্রমণ রোধে সবাইকে সতর্ক স্বাস্থ্যবিধি,লকডাউনসহ অন্যান্য বিধিগুলো মেনো চলার আহ্বান জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর