শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

ই-পেপার

মহেশখালীতে ঘুমন্ত অবস্থায় ছেলেকে কুপিয়ে হত্যা করল বাবা

মিজানুর রহমান মহেশখালী প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১১ মে, ২০২১, ৮:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীর শাপলাপুরে ঘুমান্ত অবস্থায় পিতার হাতে ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। একই সঙ্গে পরিবারের নারীসহ আরও ৫ সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। সোমবার (১১ মে) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে সবাই ঘুমিয়ে পড়লে শাপলাপুর ইউনিয়নের জামিরছড়া এলাকার মরহুম ছালেহ আহামদের ছেলে আলতাজ (৬২) ধারাল কিরিচ নিয়ে তার প্রথম স্ত্রীর ছেলে জুবায়েরের (২২) রুমে গিয়ে তাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে গুরুত্বর আহত করেন। পরে তার চিৎকারে বাড়ির অন্যরা এগিয়ে আসলে আলতাজের এলোপাতাড়ি কোপে তার আরেক ছেলে মো. ফয়সালও আহত হন। পরে তার স্ত্রী জান্নাতআরা বেগম, মেয়ে জুনু বেগম এবং জুনু বেগমের মেয়ে শামিমাকে কুপিয়ে আহত করা হয়। এর মধ্যে জুবাইয়ের অতিরিক্ত রক্ত ক্ষরণে ঘটনাস্থলে মারা যান।
পরে গুরুত্বর আহত ফয়সালকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। এছাড়া বাকি সদস্যদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে এলাকাবাসীর সহযোগিতায় পাষণ্ড পিতা আলতাজ এবং তার আরেক ছেলে টিপুকে আটক করে।

জুবায়ের আলতাজের প্রথম স্ত্রীর ছেলে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমিজমা নিয়ে মনোমালিন্য চলে আসছিল বলে জাগরণ জানান এলাকাবাসী।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর