বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী শফী মন্ডলের গান ইতোমধ্যে বহু শ্রোতার মন কেড়েছে। এবার ঈদে শ্রোতাদের মন কাড়তে তিনি গেয়েছেন “আদালত বসাই” শিরোনামের একটি গান।
“মনে মনে ভাই কত কী যে লুকাই/মন হাজতে মোরে আমি নিজে ঢুকাই/আমার অধীনে আমি আদালত বসাই/ করিতে পারি না নিজেরে ওপার” এমন অসাধারণ কথার সাথে চমৎকার সুর ও মিউজিকের সমন্বয় শ্রোতাদের মন কাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন গানটির শিল্পী বাউল শফী মন্ডল।
গানটির গীতিকার ও সুরকার ফয়সাল বিন আশিক
বলেন, “নিজের অপরাধ লুকিয়ে অন্যের দোষ খোজার ভীড়ে এই গানটি শ্রোতাদের আত্মসমালোচনার শিক্ষা দেবে বলে আমি মনে করি।”
আগামী ১৫ মে, সন্ধ্যা ৭ টায় Faisal Bin Asik নামক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।
গানটির মিউজিক পরিচালনা করেছেন গোলাম রাব্বী সোহাগ।
#আপন_ইসলাম