এই হ্নদয়ে খোদাই করে লিখেছি
শুধু নাম তোমারী,
এই অবুঝ মনে বলে
তোমার সবটুকু প্রেম-ভালবাসা শুধু আমারী ।
তোমার ঐ সুরের লহরী
যেন কৃষ্ণের বাঁশি ,
তোমার ঐ সুরে পাগল আমি,
তাইতো তোমায় ভালবাসি।
প্রতিদিন দিবা রাত্রিতে ঘুমে
দেখি স্বপ্নময়ী রুপবতী ছবি তোমার,
আমার হাত ছুয়ে বলো না
এই প্রেম-ভালবাসা শুধু তোমার আর আমার।