পঞ্চগড়ের আটোয়ারীতে প্রেমিকার সাথে প্রতারণা করে প্রেমিক জেলহাজতে গেছে। ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানাগেছে, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বানুর হাট গ্রামের নরেন্দ্র নাথ রায়ের পুত্র বিলাস চন্দ্র রায়(৩০) আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বাসিন্দা ও বোদা পাথরাজ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর সাথে বিবাহের প্রলোভন দিয়ে প্রায় দুই বছর যাবত প্রেম নিবেদন করে আসছে। শুধু প্রেম নিবেদনই নহে, বিয়ের প্রলোভন দিয়ে ওই ছাত্রীর সাথে একাধিকবার দৈহিক মিলনও ঘটেছে। বিয়ের কথা বললে প্রেমিক নানা অজুহাতে কালক্ষেপন করতে থাকে। প্রেমিক বিলাস চন্দ্রের অন্যত্রে বিয়ে ঠিক হওয়ায় বিয়ের নিমন্ত্রণ কার্ড বিতরণের জন্য তার বোনের বাড়ি, প্রেমিকার গ্রামের বাড়ি বলরামপুরে আসলে প্রেমিকা বিষয়টি জানতে পারে।
ওই সময় প্রেমিকের বিয়ের প্রতিশ্রুতির কথা বললে, প্রেমিক বিলাস চন্দ্র তাকে বিয়ে করবেনা সাফ জানিয়ে দেয়। তাৎক্ষনিক নিরুপায় হয়ে দু’জনের গভীর সম্পর্কের বিষয়টি প্রেমিকা তার বাবা-মা’কে জানিয়ে দেয়। প্রেমিকার বাবা-মা প্রতিবেশীদের নিয়ে প্রতারক প্রেমিককে সেখানে আটক করে থানায় খবর দেয়। প্রতারণার শিকার প্রেমিকা বাদী হয়ে আটোয়ারী থানায় একটি নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করলে আটোয়ারী থানা পুলিশ প্রতারক প্রেমিক বিলাস চন্দ্র বর্মনকে আটক করে থানায় নিয়ে আসে।
এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটোয়ারী থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় একটি মামলা হয়েছে। মামলা নং-০২, তারিখ: ১০/০৫/২০২১ইং। আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
#আপন_ইসলাম