জিয়াউল হক জিয়া,জেলাপ্রতিনিধি,কক্সবা
কক্সবাজার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের সিকদার পাড়ার মুহাম্মদ আয়াছ সিকদার (৪৭) এর মৃত্যুর ১০ ঘন্টা পর তার মা শামসুন্নাহার (৮০) মৃত্যু বরন করেন। (ইন্নালিল্লাহি–রাজেউন)। রোববার ৭জুন সকাল ১১ টা ১৫ মিনিটের দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকাবস্থায় মুহাম্মদ আয়াছ শিকদার মৃত্যু বরণ করেন।
আয়াছ মৃত্যু ১০ ঘন্টা পর ঐদিন রাত ৯:১৫ মিঃ দিকে তার মা শামসুন্নাহার কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মরহুম শামসুন্নাহার গর্জনিয়া ইউনিয়নের সিকদার পাড়ার, মরহুম ফজলুল করিম সিকদারের সহধর্মিণী এবং আয়াছ পুত্র। মুহাম্মদ আয়াছ শিকদার চট্টগ্রামের ইয়ং ওয়ান গার্মেন্টস এর সহকারী ম্যানেজার পদে কর্মরত ছিলেন। সন্তানের মৃত্যুর কথা শুনে মরহুম শামসুন্নাহার গুরতর অসুস্থ হয়ে পড়েলে তাকে ঐদিন কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছিলো।
মরহুমা শামসুন্নাহারের স্বজনেরা জানিয়েছেন, তিনি বার্ধক্যজনিত রোগে আগে থেকেই আক্রান্ত ছিলেন। তাদের দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং সকলে তাদের দুইজনের আত্মার মাগফেরাত কামনা করে।