পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার মাহিন্দ্রা নামক স্থানে ২০০ শ’ বোতল ফেনসিডিল সহ জিল্লুর রহমান (৪৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেলপুকুর থানা পুলিশ। সে বাঘা উপজেলার মৃত- মনসুরের ছেলে। রবিবার বিকাল ৩ টার দিকে এস আই মোঃ সাইমন ইসলামের নেতৃত্বে সবুজ রংঙ্গের একটি সিএনজি গাড়িতে তল্লাসি চালিয়ে বিশেষ কায়দায় রাখা দুইশত বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী জিল্লুর কে আটক করেন।
এ বিষয়ে বেলপুকুর থানার ওসি আলঙ্গীর হোসেন বলেন, করোনা পরিস্থিতির সুযোগে অভিনব কায়দায় মাদক ব্যবসা করার চেষ্টা করলেও এস আই সাইমনের কর্ম দক্ষতায় মাদক ব্যবসায়ীকে আটক করা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, আমরা করোনা সংক্রমণ প্রতিরোধে সর্বদা কাজ করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় অব্যাহত থাকবে।