কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির অভিযানে বন্দুক, গুলিসহ ৩ জন আটক হয়েছে। ৯ই মে রাত্রে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার পৌরসভার টেকপাড়া মাঝিরঘাট এলাকা হতে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে কক্সবাজার সদর ভারুয়াখালী ইউনিয়নের,পশ্চিম পাড়া এলাকার ২জন (১) আব্দুল গাফফার ছেলে রুহুল আমিন প্রকাশ সোহেল (৩২), (২) হাবিবুর রহমান ছেলে ইলিয়াস (৩৫), আটককৃত অপর একজন হচ্ছে পশ্চিম বাহারছড়া ১১ নং ওয়ার্ড এর (৩) আবু তাহের পুত্র ছৈয়দ হোসেন রানা (২৮) । আটককৃত সন্ত্রাসীদের হেফাজত হতে ০১ (এক) টি দেশীয় তৈরী একনলা বন্দুক সাথে ০৫ (পাঁচ) রাউন্ড কার্তুজ ও তাদের ব্যবহৃত ১১০ সিসি TVS মেট্রো প্লাস মোটরসাইকেল উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
#আপন_ইসলাম