শিশির গুলো রোজ প্রভাতে
একটু হাসে একটু কাঁদে
শত দুঃখ লুকায় তাঁরা
পিষ্ট যে হয় পায়ের ফাঁদে!
নদী, সাগর, পুকুর ডোবা বাষ্পিত হয় তপ্ত রোদে
মেঘের মালায় আকাশ শোভা
কান্না রাখে আপন বোধে!
সুখ দিয়ে যায় সখেন বসে
মরুকবুকে জায়গা আশা
শিশু হাসেন ঠোট নাড়িয়ে
পেয়ে সুখের মাতৃভাষা।
#আপন_ইসলাম