প্রকৃতির অপরুপ বৈশাখের আগমনে
আনন্দ ধরে যায় বাঙ্গালীর মনে
বৈশাখ নিয়ে আসে
পাখ-পাখালির সুর-ছন্দ,
মানুষকে মাতিয়ে তোলে
আস্র -মুকুলের গন্ধ।
বৈশাখের রুপ প্রকাশে
মেলা বসে ছায়ানটসহ সারা বাংলায়,
নব-বধু ,কিশোরীরা হলুদ শাড়ি পড়ে
আনন্দে মেতে রয় ।
বৈশাখের তপ্ত দুপুরে
কৃষানীরা ধান কেটে গোলায় ভরে।