প্রিয়া তুমি ভুলনা আমায়
চিরদিন ভালবাসিব তোমায় ।
আমি যে তোমার ভালবাসার পুজারী
তোমার ভালবাসা দিও শুধু আমারী ।
তোমায় ছাড়া কাটেনা এক মিনিট সময়,
তুমি কখনও ভুলে যেওনা আমায় ।
প্রতিদিন ভাবি শুধু তোমাকে নিয়ে,
সুখী করো গো আমায়
তোমার প্রেমময়ী ভালবাসা দিয়ে ।
আমার জন্যই তোমাকে
পাঠিয়েছে ঐ আল্লাহ মেহের বান,
আমাকে প্রেম-ভালবাসা দিয়ে
হওগো পূণ্যবান।
তুমি কষ্টি পাথর দিয়ে দেখতে পারো,
আমার প্রেম একদম খাটি
তুমি ভালবেসে আমার হাতটা ধরো।
তাই তো, তুমি আমার জীবন-মরণ
তুমিই আমার প্রাণ,
তুমি বিহীন এই জীবন মৃত্যু অবসান।