শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

বালিয়াডাংগী পুর্ব বড় গছিয়া লিল্লাহ বোডিং ও এতিমখানায় অর্থ আত্মসাতের অভিযোগ

নিজস্ব  প্রতিবেদকঃ
আপডেট সময়: শুক্রবার, ৭ মে, ২০২১, ৭:৩৫ অপরাহ্ণ

সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব অবহেলার কারণে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাংগী থানার সুমিরনগর ইউনিয়নের পুর্ব বড় গছিয়া লিল্লাহ বোডিং ও এতিমখানা ভুয়া এতিমের নামের তালিকা দিয়ে লক্ষ লক্ষ টাকা উত্তলন করে আসছে। যার রেজিষ্ট্রেশন নং ঠাকুরগাঁও /৩২৫ স্থাপিত২০০৩ ।এতিমখানা টি ২০০৩ইং সালে প্রতিষ্ঠিত হয়। বছরের পর বছর এতিমখানা কর্তৃপক্ষ এতিমদের ভুয়া নাম ঠিকানা সমাজ সেবা অধিদপ্তরে পাঠিয়ে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা।সর্বশেষ ২০১৮- ১৯অর্থ বছরে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক এতিম শিশুদের জন্য ক্যাপিটেশন গ্রান্ট ২য় কিস্তির জানুয়ারী১৯-জুন১৯ইং ১৭জন এতিম শিশুর নামের বরাদ্দকৃত ১০২০০০/টাকা উত্তলন করেন।কিন্তু সরেজমিনে এতিমখানায় গিয়ে দেখা যায় মাত্র ১জন এতিম শিশু পুর্ব বড় গছিয়া লিল্লাহ বোডিং ও ইতিমখানায় রয়েছে । বাকী ১৬জন এতিমের তথ্য জানতে চাইলে পুর্ব বড় গছিয়া লিল্লাহ বোডিং ও ইতিম খানার দায়িত্বরত হাফেজ মাওলানা সালাম সাংবাদিকদের সদুত্তর দিতে পারেনি। এবিষয়ে এতিমখানার সভাপতি সাথে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে বসে আলোচনার কথা বলেন, আলোচনার এক পর্যায়ে সাংবাদিকদের প্রলোভন দেখিয়ে সংবাদ প্রচার না করতে অনুরোধ করেন। সাংবাদিকরা তার এই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে এতিমখানার অনিয়মের সংবাদ প্রকাশে অনড় থাকেন। এবিষয়ে বালিয়াডাঙ্গী সমাজ সেবা অফিসার ফিরোজ আমিন বলেন ওই মাদ্রাসার ৫৫ জন ছাত্রছাত্রীর মধ্যে ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত ১৭জনের তালিকা রয়েছে।

 

#আপন_ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর