বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন

ই-পেপার

বরিশালে গণপরিবহনে জরিমানা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ৭ জুন, ২০২০, ৮:৩০ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
সেনাবাহিনীর সহযোগিতায় রবিবার সকালে জেলা প্রশাসন নগরীতে গণপরিবহন ও বিভিন্ন এলাকায় স্বাস্থ্যবিধি মনিটরিং করতে চারটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩১হাজার টাকা জরিমানা আদায় করেছে।

এ সময় শারীরিক দুরত্ব, মাস্ক না পড়াসহ স্বাস্থ্য বিধি না মানায় রূপাতলি বাসস্ট্যান্ডে দুরপাল্লার দুটি বাস থেকে পাঁচহাজার টাকা করে ১০হাজার টাকা এবং তিন যাত্রীর কাছ থেকে নয়শ’ টাকা জরিমানা আদায় করেছেন। অপরদিকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে একটি বাস ও ১০জন ব্যক্তির কাছ থেকে নয় হাজার দুইশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ২২ জন যাত্রী ও পথচারীসহ দুইটি দোকান থেকে মোট ১০ হাজার নয়শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে পটুয়াখালী থেকে বরিশালের উদ্দ্যেশে ছেড়ে আসা একটি বাসের স্টাফরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় সেই টাকা যাত্রীদের ফেরত দিয়েছে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা। পৃথকভাবে চারটি মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ, মনিরা খাতুন, শাহদাত হোসেন ও নাজমুল হুদা।

একইদিন সকালে গৌরনদী ও টরকী বন্দরের দুটি দোকানে পণ্যের মোড়ক না থাকায় ও একটি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ খাবার হোটেল এবং চারটি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সুজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর