এই হ্নদয়ের ভিতরে
রেখেছি যে তোমারে,
তোমার ভালবাসা টুকু
দিও শুধু আমারে।
তুমি প্রদীপ হলে
আমি হবো আলো,
হ্নদয়ে গহীনে থেকে
বাসবো তোমায় ভাল ।
তুমি ফুল হলে
আমি হবো যে ভ্রমর,
পাখা মেলে চারিদিকে থেকে
নিবো তোমার খবর।
তুমি আকাশ হলে
আমি হবো তারা,
তোমার হ্নদয়ে রাখবে আমায়
দিওগো এটুকু সাড়া।
তুমি চাঁদ হলে
আমি হবো সূর্য্যরে আলো,
আমার পরশে তোমায়
দেখাবে অনেক ভাল।